ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বেনাপোলের বাসিন্দার আয়োজনে “সবুজ পরিচ্ছন্নতা অভিযান” 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বেনাপোলে সামাজিক সংগঠন আমরা বেনাপোলের বাসিন্দা এর আয়োজনে “সবুজ পরিচ্ছন্নতা অভিযান" কার্যক্রম উদ্বোধন করা হয়। "আমার পরিচ্ছন্নতায় দেশ পরিচ্ছন্ন" প্রতিপাদ্য নিয়ে শুক্রবার সকালে সংগঠনটির ৫৫ জন সদস্যের অংশগ্রহনে বেনাপোল পৌর এলাকায় এই সবুজ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।    

‘আমরা বেনাপোলের বাসিন্দার’ সভাপতি মহাসিন হোসেন হৃদয় এর সভাপতিত্বে এই অভিযানের উদ্বোধন করেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান, নব দিগন্ত প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহা, জাগোর প্রধান উপদেষ্টা এমদাদুল হক বকুল প্রমুখ।

এই অভিযান শেষে বেনাপোল পৌর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সবুজ পরিচ্ছন্ন দেশ গঠনে পৌর মেয়রকে ৭ দফা দাবিতে এক স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলো হলো, বেনাপোলকে পরিচ্ছন্ন শহর ঘোষণা, প্রত্যেক ১০০ মিটার পর পর একটি করে ডাস্টবিন স্থাপন, পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতায় পোস্টার বিতরন, বেনাপোল বাজারের প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব পরিচ্ছন্নতা ব্যবস্থা, বেনাপোলের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে “পরিচ্ছন্ন স্কুল” ঘোষণা, বেনাপোলে সবুজ প্রকল্প বাস্তবায়ন ও উপরোক্ত দাবি বাস্তবায়ন ও পরবর্তী কার্যক্রম তদারকিতে পরিচ্ছন্নতা বিষয়ক টিম গঠন। এছাড়া সকলের উপস্থিতিতে পরিচ্ছন্ন দেশ গঠনে শপথ বাক্য পাঠ করানো হয়।

আমরা বেনাপোলের বাসিন্দার’ সভাপতি মহাসিন হোসেন হৃদয় জানান, আগামীতে বেনাপোলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শেষে পরিচ্ছন্ন দেশ গঠনে শপথ বাক্য পাঠ ও আগামীদের পরিস্কার পরিচ্ছন্ন সম্পর্কে সচেতনতায় সভার আয়োজন করা হবে। বেনাপোলের বিশেষ বিশেষ স্থান পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। বেনাপোলের সবুজ প্রকল্প বাস্তবায়নে বৃক্ষরোপন অভিযান বাস্তবায়ন করা হবে। পরিচ্ছন্নতা সম্পর্কে বেনাপোলবাসীকে জনসচেতনা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি